দেশ

বিজ্ঞাপন বন্ধের মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্য়ালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি

কুরুচিকর শব্দ প্রয়োগ করে বিজ্ঞাপন ! কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্য়ালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি। সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিটাল-এর ডিভিশন বেঞ্চে বিজেপির আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে। বিজেপির বক্তব্য, সিঙ্গেল বেঞ্চ তাদের বক্তব্য শোনেনি ৷ বিচারপতি সব্যসাচী ভট্টাচাৰ্য একতরফা তাদের বিরুদ্ধে নির্দেশ দিয়েছেন ৷ যার মেয়াদ ৪ জুন পর্যন্ত। ফলে ওই দিন পর্যন্ত কোনও বিজ্ঞাপন প্রচার করতে পারবে না বিজেপি। সুপ্রিম কোর্ট বিজেপিকে অবসরকালীন বেঞ্চে আবেদন করতে পরামর্শ দেয়। যদিও আইনজীবীরা জোরাজুরি করলে, সুপ্রিম কোর্ট আর কথা বাড়ায়নি। যদিও কবে শুনানি হবে তা এখনও পরিষ্কার নয়।