জেলা

নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি

বিজেপি কর্মী রথীবালা আড়ি খুনের পরেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। জ্বলেছে আগুন। বিক্ষোভ অবরোধের পাশাপাশি ইতিমধ্যে থানায় গিয়ে পুলিশকে ধমক দিয়ে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তা নিয়ে নন্দীগ্রামে উত্তেজনার পারদ চড়ছিলই। তারমধ্যেই নতুন করে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। এবার তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। জানা গিয়েছে, বৃহস্পতির বার রাত ১১টা নাগাদ নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ভেটুরিয়া গ্রামে একদল দুষ্কৃতী তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। তৃণমূল কর্মীরা সেই সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন। তখন দুষ্কৃতীরা অতর্কিতে তাদের উপর লাঠি দিয়ে হামলা চালায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি দুষ্কৃতীরাই তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। মাথা ফেটেছে অনেকের। তৃণমূল নেতাদের বক্তব্য, নন্দীগ্রামে পুলিশ মোতায়ন থাকলেও তারা মূল রাস্তায় ঘোরাফেরা করছে। গলির ভিতরে যাচ্ছে না। ফলে গলিতেই হামলা চলছে। এ বিষয়ে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় আহত তৃণমূল কর্মীদের রেয়া পাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। যদিও তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।