কলকাতা

পিছিয়ে গেল কর্মসূচি, আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান

পিছিয়ে গেল বঙ্গ বিজেপির নবান্ন অভিযান । আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন ঘেরাও করার যে কর্মসূচি পদ্ম শিবির নিয়েছিল তা ১৩ সেপ্টেম্বর হবে বলে দলের তরফে জানানো হয়েছে ৷ বিজেপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু ৭ তারিখ আদিবাসীদের করম পুজো রয়েছে, তাই এই কর্মসূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, রাজ্যে নিয়োগ-সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিল রাজ্য বিজেপি ৷ গত ১২ অগাস্ট এই কর্মসূচির ঘোষণা করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জুলাই মাসে ইডি’র হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ অন্যদিকে, চলতি মাসে গরুপাচার মামলায় সিবিআই’য়ের হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তারপরেই দুর্নীতি ইস্যুকে সামনে রাখে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি ৷