জেলা

সন্দেশখালিতে স্টিং ভিডিও নিয়ে বিজেপির বিক্ষোভ, বিধায়কের সামনেই তৃণমূল কর্মীকে মার

ভোটের আবহে স্টিং ভিডিও নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে এদিন সন্দেশখালি থানা ঘেরাও করা হয়। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিও হয় বিজেপি কর্মী সমর্থকদের। এরপরই তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিক গ্রামের একটি বাড়িতে আছেন বলে খবর পান স্থানীয় মহিলারা। বাড়ি থেকে টেনে বের করা হয় তৃণমূল নেতা তাতাই গায়েনকে। বাঁশ, লাঠি হাতে মহিলারা তৃণমূল নেতার উপর চড়াও হন। রাস্তার ফেলে চলে মারধর। পোশাক ছিঁড়ে যায় তাঁর। স্থানীয় মহিলাদের অভিযোগ, বিধায়কের যোগসাজসে ওই তৃণমূল নেতারা ফেক ভিডিও তৈরি করছেন। তারই প্রতিবাদে বিক্ষোভ। পরে সন্দেশখালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।