দেশ

ঝাড়খণ্ড ভোটে হেমন্ত সোরেনের বিরুদ্ধে গামালিয়েল হেমব্রম, বিধানসভা নির্বাচনের তালিকা প্রকাশ বিজেপির

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি তাদের দ্বিতীয় এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় দুটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। এই দুটি আসন বারহেত ও টুন্ডি। এই তালিকা নিয়ে বিজেপি রাজ্যের সবকটি আসনেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিল। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য তার দ্বিতীয় এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। দ্বিতীয় তালিকায় বারহেত ও টুন্ডি দুটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিজেপি রাজ্যে তাদের মোট 68 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার প্রকাশিত তালিকায় যে দুই প্রার্থীর নাম রয়েছে তাঁরা হলেন বারহেতের গামালিয়েল হেমব্রম এবং টুন্ডির বিকাশ কুমার মাহাতো। সানথলের বারহেত আসন রাজ্যের অন্যতম উষ্ণ বিধানসভা আসন হিসাবে পরিচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এখান থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশ কেয়কদিনের টালবাহানা এবং অপেক্ষার পর অবশেষে হেমন্ত সোরেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার মুখ সামনে এনেছে বিজেপি। বারহেত থেকে গামালিয়েল হেমব্রমকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। এ ক্ষেত্রে বিজেপি তার সাধারণ কর্মীদের সুযোগ দিয়েছে। বিজেপি ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে মোট 68টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথম তালিকায় 66 জনের নাম ঘোষণা করেছিল দল। বিজেপি রাজ্যের 81টি বিধানসভা আসনের মধ্যে 68টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে ৷ বাকি আসনগুলি তাদের শরিকদের জন্য ছেড়েছে। জেএমএম 81টি আসনের মধ্যে 43টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। 2019 সালের নির্বাচনে জেএমএম 43টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 30টিতে জিতেছিল ৷ পাঁচটি আসনে দ্বিতীয় হয়েছিল। 81 সদস্যের বিধানসভা নির্বাচন দুটি ধাপে 13 এবং 20 নভেম্বর অনুষ্ঠিত হবে। গণনা 23 নভেম্বর। ইন্ডিয়া জোটের অংশীদাররা বিধানসভা নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ৷ কংগ্রেস এবং জেএমএম 81টি আসনের মধ্যে 70টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, বাকি 11টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে আরজেডি ও বাম দল।