কলকাতা

তৃণমূলকে রুখতে সিপিএম, কংগ্রেসকে নিয়ে মহাজোটের ডাক দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি

 তৃণমূলের বিকল্প হতে বিজেপি ব্যর্থ, তা কার্যত মেনে নিল গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেসকে হারাতে এবার সিপিএম ও কংগ্রেসকে নিয়ে মহাজোট গড়ার ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার রাজ্যের দুটি পুরসভার দুই ওয়ার্ডে উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। বনগাঁ পুরসভার একটি ওয়ার্ডে এবং আসানসোল পুরনিগমের একটি ওয়ার্ডে উপনির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে। পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফিতারি কার্যত নির্বাচনে কোনও প্রভাবই ফেলেনি। ফল প্রকাশের আগেরদিন অর্থাৎ মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি ফেসবুক পোস্ট করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। ৬৮৭ শব্দের দীর্ঘ সেই ফেসবুক পোস্টে সুকান্ত মজুমদার ডাক দেন তৃণমূলকে হারাতে রাজ্যে সিপিএম ও কংগ্রেসকে নিয়ে মহাজোট গড়ার। ইতিমধ্যে সুকান্তের ওই পোস্ট নিয়ে অনেকে কটাক্ষও করছেন, যে উপনির্বাচনে মুখ পুড়বে জেনেই আগে থেকেই মহাজোটের ডাক দিয়ে রেখেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন, ‘…সময় এসেছে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে বাংলার স্বার্থে ১০ কোটি বাঙালির স্বার্থে সকল শ্রেণীর সকল স্তরের মানুষকে একত্রিত হয়ে ভয়ের গ্যাস চেম্বার থেকে বেড়িয়ে এসে পশ্চিমবঙ্গ সরকারের ভুল নীতি,খামখেয়ালিপনা, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার এবং সরকারকে আয়না দেখানোর। আজ না করতে পারলে ভবিষ্যতের কাছে আমাদের জবাব দেওয়ার মত কোনো উত্তর থাকবে না।’ অন্যদিকে বিজেপির তরফে এই মহাজোটের ডাক দেওয়া হলেও সিপিএম ও কংগ্রেসের তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।