জেলা

শুভেন্দুর গড়ে সমবায় সমিতি নির্বাচনে ফের ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ‘তারিখ-সালের’ হুঙ্কারে ব্যস্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় সমিতি নির্বাচনে ধুয়েমুছে সাফ হয়ে যাচ্ছে বিজেপি। বুধবার মহিষাদল বিধানসভার ‘কেশবপুর জনতা কোঅপারেটিভ কৃষি ক্রেডিট সোসাইটি লিমিটেড’-এর ভোটে মোট ৬৭টি আসনের মধ্যে ৬৬টিতেই জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র এক আসন। নিরঙ্কুশ জয়ের পরেই বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে শুরু করেছেন শাসকদলের নেতারা। বিধানসভা ভোটে যে অঞ্চলে ১৫০ ভোটে এগিয়েছিলেন শুভেন্দু সেখানে সমবায় সমিতিতে বিজেপির মুখ থুবড়ে পড়াকে অশনিসঙ্কেত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ভেটুরিয়ার সমবায় সমিতির ভোটের ধাক্কা সামলানোর আগে ফের মহিষাদলে ধাক্কা খেল পদ্ম শিবির।