জেলা

দ্বিতীয় দফা ভোটের আগের রাতে নন্দীগ্রামে বোমা সহ হাতেনাতে পাকড়াও বিজেপি কর্মী!

দ্বিতীয় দফা ভোটের আগের রাতে নন্দীগ্রামের সোনাচূড়া থেকে পাকড়াও এক বিজেপি কর্মী। ওই ব্যক্তির নাম, নারু দাস। তার সঙ্গে উত্তম পাত্র বলে আরও একজন ছিল বলে খবর। ওই দু’জন বাইকে করে আসতেই নারুকে ধরে ফেলেন তৃণমূলের কিছু কর্মী সমর্থকরা। তারপরই তৃণমূল কর্মী-সমর্থকেরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে নারু দাস বলেন, বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি জয়দেব নামে এক ব্যক্তি তার কর্মী-সমর্থককে দিয়ে তাদের ফোন করে ডাকেন। তারা সেখানে গেলেই তাদের হাতে একটি ব্যাগ ধরিয়ে দেয় বিজেপি নেতার অনুগামীরা। তার মধ্যে বোমা থাকার কথা জানতে পারায় সেখানে ওই দুই বিজেপি কর্মী নিমরাজিও হন বলে দাবি নারু দাসের। কিন্তু তাদেরকে জোর করে সেগুলি দিয়ে অন্যত্র পাঠায় তারা, এমনটাই দাবি করেছে ওই ব্যক্তি। সূত্রের খবর, তারপরই ওই দুই ব্যক্তিকে পুলিশের হাতে তৈরি তুলে দেয় তৃণমূলের কর্মী-সমর্থকরা। প্রশ্ন উঠছে, আগামিকাল সকাল থেকে কি পরিস্থিতি আদৌ শান্তিপূর্ণ থাকবে? এসব ঘটনার জেরে অশান্তির চূড়ান্ত বাতাবরণ যে সৃষ্টি হতে চলেছে তা ক্রমশই স্পষ্ট হচ্ছে।