জেলা

বিজেপি কর্মীর মৃত্য়ুর তদন্তভার সিআইডি-কে, ফের ময়নাতদন্তের দাবি বিজেপির

বিজেপি যুবমোর্চার উত্তরকন্য়া অভিযানে নিহত উলেন রায়ের মৃত্য়ুর ঘটনায় বিবৃতি প্রকাশ করল রাজ্য় পুলিশ ৷ সেখানে পুলিশের তরফে গুলি চালানো হয়নি বলে জানানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ‘শট গানের আঘাতে’ মৃত্য়ু হয়েছে বিজেপি কর্মী উলেন রায়ের। পুলিশ এই ধরনের শট গান কখনোই ব্যবহার করে না। এই ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছে রাজ্য় পুলিশ ৷ ঘটনায় রাজ্য়ের গোয়েন্দা বিভাগ সিআইডিকে তদন্ত ভার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ৷ অন্য়দিকে, বিজেপির তরফে গতকাল প্রথমে বলা হয় পুলিশের লাঠি চার্জে মৃত্যু হয়েছে। তারপর বিজেপি দাবি করে পুলিশে জালানো রবার বুলেটে বিজেপি কর্মীর মৃত্য়ুর হয়েছে। আজ আবার বিজেপির তরফে সায়ন্তন বসু অভিযোগ করেছেন, পুলিশ ছরার গুলি চালিয়েছিল ৷ তাঁর অভিযোগ পুলিশ মিথ্য়ে কথা বলছে ৷ প্রয়োজনে আইন ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা ৷ বিজেপির তরফে পুনরায় ময়নাতদন্তের দাবি জানিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিঠি দেওয়া হয়েছে ৷ ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফির দাবিও করেছে বিজেপি ৷ এই পোস্টমর্টেম রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে জলপাইগুড়ি জেলা আদালতে রিট পিটিশান দাখিল করা হয়। সেখানেই দাবি জানানো হয় ওই বিজেপি কর্মীর দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার জন্য। আদালত সেই দাবি মঞ্জুর করেছে। বুধবার সেই ময়নাতদন্ত হবে। আদালতের এই রায়ে খুশির হওয়া ছড়িয়েছে গেরুয়া শিবিরে।