কলকাতা

রাজ্য নেতাদের ছবিতে জুতো-লাথি! তুমুল বিক্ষোভ মুরলীধর সেন লেনের বিজেপির সদর দফতরে

নেতাদের ছবিতে জুতো, লাথি! রাজ্য নেতৃত্বকে অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্যদের সরানোর জন্য় ৬ দিন সময় দিলেন বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। ধুন্ধুমারকাণ্ড মুরলীধর সেন লেনে। সল্টলেকের পর এবার মধ্য কলকাতার মুরলীধর সেন লেন। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে এবার বিজেপির সদর দফতরে বিক্ষোভ দেখালেন দলের নেতা-কর্মীদের একাংশ। বিক্ষোভকারীদের বেশিরভাগই দলের আদি সদস্য হিসেবে পরিচিত। এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে রাজ্য বিজেপি সদর দফতরে হাজির হন  ‘বিজেপি বাঁচাও মঞ্চ’-র সদস্যরা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তী ও কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষণ অমিত মালব্যের ছবি নিয়ে শুরু হয় বিক্ষোভ। স্রেফ নেতাদের ছবিতে জুতো- লাথি নয়, কুশপুতুলও দাহ করেন বিক্ষোভকারীরা। বিক্ষুদ্ধ বিজেপি নেতা সামসুর রহমান বলেন, ‘আমরা ৬ দিনের সময়সীমা দিচ্ছি। ৬ দিনের মধ্যে এই অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্য যদি এখান থেকে পাততাড়ি গোটায়, রাজ্য অফিসে তালা দেব, দখল নেব’। সঙ্গে হুঁশিয়ারি, ‘এটা ট্রেলার হল। জনস্রোত আসবে এখানে! ম্যারাপ বেঁধে বসে থাকব, সমান্তরাল সংগঠন চালাব’।