২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে আগে থেকেই বেশ কড়া পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার ক্ষেত্রে যাতে স্বচ্ছতার কোনও অভাব না থাকে সেই নিয়ে ইতিমধ্যেই এক নির্দেশিকা জারি করল পর্ষদ কর্তৃপক্ষ।শুক্রবার এক নির্দেশিকায় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আগামী বছর মাধ্যমিক পরীক্ষার প্রতিটি কেন্দ্রে বসাতে হবে সিসিটিভি ক্যামেরা (Exam Hall- cctv camera)। প্রতিটি পরীক্ষার দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিডিও রেকর্ড করতে হবে। এরপর ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ওই ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। ভিডিও ফুটেজ সংরক্ষিত থাকবে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের কাছে। পর্ষদের মতে, এর ফলে (Exam Hall- cctv camera) গোটা পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনা যাবে। এ ছাড়াও প্রশ্নপত্র ফাঁস বা টুকলি করার মতো যে-সমস্ত ছোট ছোট সমস্যা পরীক্ষা চলাকালীন হয় সেগুলোকে বন্ধ করা যাবে।