দেশ

বিহারে মাঝ গঙ্গায় নৌকাডুবি, নিখোঁজ ৬

১৭ জন তীর্থযাত্রী নিয়ে মাঝ গঙ্গায় উলটে গেল নৌকা। বিহারের ঘটনা। এখনও পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ। উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। জানা গেছে, নৌকাটি উমানাথ ঘাট থেকে দিয়ারার দিকে যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনা ঘটে। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট শুভপম কুমার জানিয়েছেন, নৌকাটি ছোট ছিল। তার মধ্যে ১৭ জন তীর্থযাত্রী ছিলেন। এখনও পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে, বাকি ৬ জন এখনও নিখোঁজ। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে।