কলকাতা

গার্ডেনরিচে তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলের রহস্যমৃত্যু

তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু গার্ডেনরিচে। শনিবারই রাতে তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কলকাতা পুরসভার ১৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত শীল। তাঁর ছেলে পিন্টু শীলের দেহ উদ্ধার হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, পিন্টু শীল নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রবিবার সকালে পিন্টুর অফিসে তাঁকে কয়েকজন ব্যক্তি ডাকতে আসেন। ডাকাডাকি করার পর কোনও সাড়াশব্দ পায়নি। এরপর তাঁরা দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছেন পিন্টু শীল। তড়িঘড়ি তাঁরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তড়িঘড়ি পিন্টু শীলকে উদ্ধার করে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। কিন্তু ততক্ষণে সব শেষ। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।