পক্ষাঘাতে আক্রান্ত জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। নিজের অসুখের কথা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে জানান জাস্টিন। ‘রামসে হান্ট সিন্ড্রোম’ নামে একটি বিরল অসুখে আক্রান্ত পপ তারকা। জানা যায়, এটি একটি স্নায়ুর অসুখ। এর ফলে মুখ ও কানের স্নায়ুর ক্ষতি হয়। এমনকি শ্রবণ শক্তিও চলে যেতে পারে। জাস্টিনের মুখের একটি অংশে পক্ষাঘাত হয়েছে। টরেন্টোতে তাঁর অনুষ্ঠানের কয়েকঘণ্টা আগে এই খারাপ খবরটি জানিয়েছেন পপ তারকা। বছর ২৮-এর এই পপ তারকা ঘোষণা করেছেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সমস্ত অনুষ্ঠান তিনি স্থগিত রাখছেন। টরেন্টো ছাড়াও ওয়াশিংটন ডিসি সহ আরও বেশ কিছু জায়গায় তাঁর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ভিডিয়ো বার্তায় জাস্টিন জানিয়েছেন, ”আপনারা দেখতে পাচ্ছেন একটি চোখের পাতা পড়ছে না। মুখের একদিক দিয়ে আমি হাসতেও পারছি না। একদিকে নাসারন্ধ্রটিও কাজ করছে না। মুখের একদিকে পক্ষাঘাত হয়েছে। ” অনুরাগীদের উদ্দেশ্যে জাস্টিন বলেন, ” যাঁরা আমার শো বাতিল হওয়ার জন্য হতাশ, তাঁদের বলব আমি একেবারেই গাইতে পারছি না, পরিস্থিতি গুরুতর। আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন।” পপ গায়ক আরও জানিয়েছেন, চিকিৎসকরা তাঁকে বেশকিছু মুখের ব্যায়াম দিয়েছেন। আপাতত বিশ্রাম নিতে বলেছেন। ১০০ শতাংশ সুস্থ হলে তবেই ফিরব। তবে সুস্থ হতে কতদিন লাগবে সেবিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন। তাঁর কথায়, ”যা করার জন্য আমার জন্ম তা যাতে করতে পারি, তার সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছি। ” অনুরাগীরা প্রিয় তারকার দ্রুত সুস্থতা কামনা করেছেন।