দেশ

ভারতে তৈরি হবে বোয়িং বিমান, ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী দিনে ভারতেই তৈরি হবে বোয়িং বিমান। এমনই আশার কথা বেঙ্গালুরুতে শোনালেন নরেন্দ্র মোদি। শুক্রবার বেঙ্গালুরুতে বিমান নির্মাতা সংস্থার ইঞ্জিনিয়ারিং সেন্টার-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী জানান, ভারতে ডিজাইন করা আর উৎপাদিত বোয়িং বিমানের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন The Boeing Company–র চিফ অপারেটিং অফিসার স্টেফানি পোপ। সঙ্গে ছিলেন, সিনিয়র বোয়িং এক্সিকিউটিভরাও। প্রধানমন্ত্রী বারবার ভারতে বিমান উৎপাদনের জন্য প্রয়োজনীয় ইকোসিস্টেম তৈরির উপর জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমাদের দেশে দ্রুত বিমান তৈরির ইকোসিস্টেম গড়ে তুলতে হবে।’ কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে তৈরি হয়েছে Boeing India Engineering & Technology Center (BIETC)। আমেরিকার বাইরে এটিই The Boeing Company-র বৃহত্তম কর্মকাণ্ড। প্রায় ৪৩ একর জায়গা জুড়ে বিস্তৃত এই সেন্টার। সংস্থার দাবি তারা প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এখানে। কিন্তু এই সেন্টারে কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, ঠিক কতজনের কর্মসংস্থান করা যাবে, তা প্রকাশ করা হয়নি। Boeing-এর বিভিন্ন কার্যালয়ে সারা ভারতের ৬০০০ কর্মী এখন কাজ করেন। এই মুহূর্তে ভারতে বিমান চলাচলের বাজার সব থেকে দ্রুত বাড়ছে। সেই প্রেক্ষিতে Boeing লক্ষ্য করেছে ভারতে জেট বিমানের প্রতি আগ্রহ বাড়ছে। ভ্রমণের চাহিদা বিমান সরবরাহকে ছাড়িয়ে গিয়েছে৷