কলকাতা

হরিদেবপুরে অটো ভর্তি অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৪

হরিদেবপুরে অটো ভর্তি অস্ত্র উদ্ধারের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিস৷ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করা হয়৷ ধৃতরা হল, স্বপন মিত্র, ভৈরব বসু, অজিত দাস, এবং বাবলু দলুই৷ হরিদেবপুর ৪১ পল্লী ক্লাবের পাশে রাখা যে অটো থেকে অস্ত্র উদ্ধার হয় সেটির মালিক বিশ্বজিৎ বিশ্বাস ওরফে বিশু৷ পুলিস জানিয়েছে, বিশ্বজিতের সঙ্গে শত্রুতা ছিল স্বপন এবং ভৈরবের৷ বিশ্বজিৎকে ফাঁসাতে তাঁরা অটোর মধ্যে অস্ত্র রাখার ছক কষে৷ এই কাজে বাবলু এবং অজিত তাঁদের সাহায্য করেন৷ ঘটনার দিন বাবলুই নাইলনের প্লাস্টিকে অস্ত্রগুলি ভরে অটোর ভিতর রেখে দেয়৷ রবিবার সবাইকে আদালতে পেশ করা হবে৷

শনিবার সকালে হরিদেবপুর থানা সংলগ্ন এলাকার একটি অটো থেকে উদ্ধার হয় ১৯টি বোমা-সহ আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি৷ চারদিন ধরে অটোতেই পড়েছিল ওই বিপুল পরিমাণ বোমা, আগ্নেয়াস্ত্র৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ১৯ এপ্রিল রাতে দুই সন্দেহভাজন যুবক অটোর মধ্যে বোমা-অস্ত্রগুলি রাখে৷ ওই দুই সন্দেহভাজন হলেন, স্বপন এবং বাবলু৷ গ্যারাজের মধ্যে রাখা অটোতে তাঁরাই অস্ত্রগুলি রেখে পালিয়ে যায়৷ তদন্তে পুলিস জানতে পেরেছে, অস্ত্র কেনার টাকা দিয়েছিল ভৈরব৷ ওই টাকা দিয়ে স্বপন বোমা তৈরির সামগ্রী এবং গুলি কেনে৷ বোমা তৈরির সামগ্রী সে তুলে দেয় অজিতের হাতে৷ এছাড়া অজিতের কাছ থেকে আরও কিছু অস্ত্র কেনেন স্বপন৷