মুম্বইয়ের হোটেল ব্যবসায়ী জয়া শেট্টির খুনের মামলায় জামিন পেল কুখ্যাত গ্যাংস্টার রাজেন্দ্র সদাশিব নিকালজি ওরফে ছোটা রাজন। বম্বে হাইকোর্টের বিচারপতি রেবতি মোহিতে দেড়ে এবং বিচারপতি পৃথ্বীরাজ চৌহানের ডিভিশন বেঞ্চ দাউদের এই প্রাক্তন সঙ্গীর জামিন মঞ্জুর করে। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে রাজনকে জামিন দিয়েছে আদালত। তবে জামিন পেলেও আপাতত জেলমুক্তি হচ্ছে না তার। অন্যান্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এখনও তাকে জেলেই থাকতে হবে। ২০০১ সালের মে মাসে হোটেল মালিক জয়া শেট্টিকে গুলি করে খুন করে রাজন গ্যাংয়ের লোকজনেরা। তোলাবাজির হুমকি পাওয়া পর পুলিসি নিরাপত্তা মিলেছিল হোটেল মালিকের। কিন্তু তাতেও লাভ হয়নি। এরপর প্রায় ২৩ বছর মামলা চলার পর ২০২৪ সালে জয়া শেট্টি খুনের মামলায় দোষী সাব্যস্ত ছোট রাজনের যাবজ্জীবনের সাজা হয়। সিবিআইয়ের বিশেষ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজন। তার দাবি ছিল, যাবজ্জীবনের সাজা বাতিল করে তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হোক। উল্লেখ্য, অপরাধমূলক কাজকর্মে যোগ, খুন, তোলাবাজি, মাদক পাচার-সহ একাধিক অভিযোগ রয়েছে এই কুখ্যাত মাফিয়ার বিরুদ্ধে। বেশ কয়েক বছর অস্ট্রেলিয়াতেও গা ঢাকা দিয়েছিল রাজন। এরপর দুবাই এবং পরে ইন্দোনেশিয়ায় আত্মগোপন করে। সেখান থেকেই মাফিয়ারাজ চালাত সে। পরে ২০১৫ সালে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। নিয়ে আসা হয় ভারতে। তারপর বিচারে একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয় সে। সাংবাদিক জ্যোতির্ময় দে মামলাতেও যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয় তার। বাবরি মসজিদ পরবর্তী গোলমালেও নাম জড়িয়েছিল রাজনের। একাধিক মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে তিহার জেলেই রয়েছে এই কুখ্যাত গ্যাংস্টার।