বিদেশ

৩১ অগাস্টের পরেও কেউ আফগানিস্তান ছাড়তে চাইলে অনুমতি দিক তালিবানরা, আবেদন জানাবে জি-৭

 আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানরা। আফগানিস্তান জুড়ে তাণ্ডব চালাচ্ছে তালিবানরা। মানুষজনদের মধ্যে আফগানিস্তান ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হিড়িক ক্রমশ বাড়ছে। ৩১ অগাস্টের পরও যাতে আফগানিস্তান থেকে নাগরিকরা চাইলে অন্য দেশে যেতে পারে সেবিষয়ে অনুমতি দিক তালিবানরা। এমনটাই মত জি-7 অন্তর্ভুক্ত দেশগুলির। আর এই বিষয়গুলি নিয়ে তালিবান শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতেও রাজি জি-7 অন্তর্ভুক্ত দেশগুলি, এমনটাই জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। জি-7 বৈঠক

ভারত

শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কথায়, ‘জি-৭ বৈঠকে আমরা আফগানিস্তান থেকে নাগরিকদের বার করে আনার বিষয়ে তালিবানের সঙ্গে কথা চালানো হবে সেই বিষয়ে একমত হয়েছি। তালিবানের সঙ্গে আলোচনায় আমাদের প্রধান শর্ত হবে যদি ৩১ অগাস্টের পরেও কেউ আফগানিস্তান ছেড়ে অন্যত্র যেতে চান তাঁদের সুরক্ষিত ভাবে দেশ ছাড়তে দিতে হবে। আফগানিস্তানে যাতে ফের জঙ্গি কার্যকলাপ বেড়ে না যায়, মাদকের উন্মুক্ত ক্ষেত্র তৈরি না হয় এবং সেখানে যাতে শিশু ও মহিলাদের শিক্ষা, অধিকার সুরক্ষিত থাকে, এই বিষয়গুলিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে জি-৭।’