আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু ৷ নদীর জলে পড়ে গেল একাধিক গাড়ি ৷ সেতুর দুই স্তম্ভের মধ্যের একটি স্ল্য়াব ভেঙে যাওয়ায় এই বিপত্তি ৷ ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ঘটনায় আহত ৫জনকে উদ্ধার করা হয়েছে ৷ গুজরাতের ভদোদরা জেলায় বুধবার সকালে এমনই ঘটনা ঘটেছে ৷ পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে 7টা নাগাদ মহিসাগর নদীর উপর চার দশক পুরনো গম্ভীরা সেতুর দুই স্তম্ভের মধ্যে একটি স্ল্যাব ভেঙে পড়ে ৷ সেই সময় সেতুর উপর থাকা দু’টি ট্রাক সহ ৫ থেকে ৬টি গাড়ি নিমেষের মধ্যে নদীর জলে পড়ে যায় ৷ ঘটনায় এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক ৷ মধ্য গুজরাত থেকে সৌরাষ্ট্রগামী যান চলাচলের প্রধান রুট হিসেবে ব্যবহৃত এই সেতুটি আনন্দ জেলার মুজপুরের কাছে মহিসাগর নদীর উপর অবস্থিত ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে আচমকাই সেতুর একটি অংশ ভেঙে পড়ে ৷ সেই অংশের উপরে থাকা গাড়িগুলি সোজা নদীতে গিয়ে পড়ে ৷


