দেশ

মেরামতির পর অবশেষে সফল টেকঅফ কেরালায় আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমানের

কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে এক মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা ব্রিটিশ F-35 যুদ্ধবিমানটি অবশেষে রওনা হল নিজের দেশের উদ্দেশে। কেরালায় জরুরি অবতরণের পরে আটকে পড়েছিল এই ব্রিটিশ যুদ্ধবিমান। পাঁচ সপ্তাহ ধরে চলে বিমানের মেরামতি। অবশেষে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সফল ভাবে টেকঅফ করল যুদ্ধবিমানটি।