দেশ

Kavitha Remanded In Judicial Custody : মিলল না জামিন, এবার ১৪ দিনের জেল হেফাজতে কেসিআর-কন্যা কবিতা

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারির মামলায় বিআরএস নেতা কে কবিতাকে ১৪দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল আদালত ৷ মঙ্গলবারের শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় সংস্থার হেফাজতের মেয়াদ বাড়াতে না চাওয়ায়, বিশেষ বিচারক কাবেরি বাওয়েজা বিচারবিভাগীয় হেফাজতে পাঠান কবিতাকে ৷ বিআরএস নেত্রীকে ১৬ মার্চ সাত দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছিল এবং গত শনিবার সেই হেফাজতের মেয়াদ তিন দিন বাড়ানো হয় । এ দিন শুনানির সময় তাঁর নাবালক ছেলের পরীক্ষার কারণে অন্তর্বর্তীকালীন জামিনের জন্য আবেদন করেন কবিতার আইনজীবী নীতেশ রানা। ইডি-র আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, অন্তর্বর্তীকালীন জামিনের বিষয়ে বিবেচনা করা হলেও জবাব দাখিলের সুযোগ দিতে হবে । অন্তর্বর্তী এবং নিয়মিত জামিন উভয়ের জন্যই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে কঠোর বিধান রয়েছে বলে উল্লেখ করেন ইডির আইনজীবী ।কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতা ‘দক্ষিণের গোষ্ঠী’-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, যাঁর বিরুদ্ধে দিল্লিতে মদের লাইসেন্সের একটি বড় অংশের বিনিময়ে আম আদমি পার্টিকে ১০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে ।