সাইকেলের টায়ায়ের ভিতরে ঢুকিয়ে বাংলাদেশে পাচার করার সময় বিএসএফ উদ্ধার করল ৬ কেজি রূপো। বিএসএফ দেখে ফেলায় সাইকেল ফেলে পালাল পাচারকারী। বুধবার ভারত বাংলাদেশ সীমান্ত ১৪১ নং বিএসএফ জওয়ানরা উদ্ধার করলেন ৬ কিলো রুপো সহ একটি সাইকেল। পাচারকারীদের ধাওয়া করলেও ধরা যায়নি তাঁদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন ভারত বাংলাদেশ সীমান্ত জলঙ্গী ১৪১ নং বি এস এফ ক্যাম্পের চরভদ্রা বি ও পি এরিয়া দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে এক ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছিল। সেই সময় কর্মরত বিএসএফ জওয়ানরা ঐ পাচারাকারীকে ধাওয়া করলে সাইকেল ফেলে পালিয়ে যায় সে। এদিন ভারত বাংলাদেশ সীমান্ত জলঙ্গী ১৪১ নং বিএসএফ ক্যাম্পের চরভদ্রা বি ও পি এরিয়া দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে এক ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছিল। সেইসময় কর্মরত বিএসএফ জওয়ানরা ঐ পাচারাকারীকে ধাওয়া করলে সাইকেল ফেলে পালিয়ে যায় সে। ওই পাচারকারীর পিছনে গ্রামের ভিতরে ঢুকে বি এফ এফ জওয়ানরা ধাওয়া করলেও তাকে ধরতে পারা যায়নি। টায়ারের ভিতরে রুপো পাচার করা হচ্ছিল। ৬ কিলো রুপো উদ্ধার করে বিএসএফ। যার বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৭২ হাজার টাকা।