কলকাতা

সস্ত্রীক কোভিড পজিটিভ বুদ্ধদেব ভট্টাচার্য

করোনায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের শরীরেও থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় মীরা ভট্টাচার্য ভর্তি রয়েছেন বেসরকারি হাসপাতালে। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। চিকিত্‍সকরা জানাচ্ছেন, মীরাদেবীর শরীরের অক্সিজেন মাত্রা এখন ৯৫-‌৯৬। হাল্কা জ্বর এবং গায়ে, হাত-‌পায়ে ব্যথা রয়েছে। চিকিত্‍সা চলছে। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেও বাড়িতেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এমনিতেই বাড়িতে অক্সিজেন সাপোর্টেই থাকতে হয় তাঁকে। চিকিত্‍সকদের পরামর্শে বাড়িতেই ৫ মিলিলিটার অক্সিজেন বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে যেতে পারেন না বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অসুস্থথা থাকায় বাড়িতেই থাকতে হয় তাঁকে। কিছুদিন আগে শারীরিক অসুস্থতা বাড়ায় হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি। আবার সুস্থ হয় বাড়ি ফিরে যান। চিকিত্‍সকদের বারণ থাকায় এবারের বিধানসভা ভোটে আর ভোট দিতেও যেতে পারেননি তিনি। বিধানসভা নির্বাচনের আগে বাম কর্মী-‌সমর্থকদের মনোবল বাড়াতে এক অডিও বার্তা দিয়েছিলেন তিনি। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে যেতেই রাজ্যবাসী চাইছেন দ্রুত সুস্থ হয়ে উঠুন বুদ্ধদেব ভট্টাচার্য।