কলকাতা

পাম অ্যাভিনিউর বাড়ি থেকে শেষবারের মতো বেরোলেন বুদ্ধদেব ভট্টাচার্য, দেহ পৌঁছল পিস ওয়ার্ল্ডে

নিজের সব থেকে পছন্দের গৃহকোণ ছেড়ে চিরতরে চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সংরক্ষণের পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হল তাঁর দেহ। লাল পতাকায় ঢাকা বুদ্ধবাবুর দেহ ঘিরে সহযোদ্ধারা তুললেন, ‘অমর রহে’ স্লোগান। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতেই প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। এবার আর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেননি তিনি। মৃত্যুর খবর পেয়ে একে একে তাঁর বাড়িতে পৌঁছন সিপিএম নেতারা। পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেলা বাড়লে সিপিএমের তরফে জানানো হয় বৃহস্পতিবার দেহ পিস ওয়ার্ল্ডে সংরক্ষণ করা হবে। শুক্রবার শেষ শ্রদ্ধা জানানো যাবে আলিমুদ্দিন স্ট্রিটে। বেলা ২টো নাগাদ ৫৯ নম্বর পাম অ্যাভিনিউর সরু দরজা দিয়ে বুদ্ধবাবুর দেহ বার করে আনেন বাম যুব নেতারা। গলায় লাল – সাদা মালা, বুকের ওপর রক্তপতাকা। সামনে দাঁড়িয়ে থাকা শববাহী শকটে তোলা হয় দেহ। এর পর ওঠে লাল সেলাম ও অমর রহে স্লোগান। বুদ্ধবাবুর দেহ নিয়ে মিছিল করে পিস ওয়ার্ল্ডে পৌঁছন দলের নেতা – কর্মীরা। এর পর পিস ওয়ার্ল্ডে রাখা হয় দেহ। গোটা রাস্তায় বুদ্ধবাবুর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। রাস্তার ২ পাশে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান অসংখ্য সাধারণ মানুষ।