তৃতীয়বার ক্ষমতায় আসার পর আজ প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । সংসদে 2025-’26 অর্থবর্ষের দেশের সাধারণ বাজেট প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । এনিয়ে টানা 8 বার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ প্রতিবছরই বাজেট পেশ করেন নজরকাড়া নানান শাড়িতে ৷ এবারও সেই অন্যথা নয় ৷ এবারেও এক অনন্য শাড়িতে দেখা গিয়েছে অর্থমন্ত্রীকে ৷ ক্রিম রঙের শাড়িতেই নজর কাড়লেন তিনি । 1 ফেব্রুয়ারি বাজেট পেশের দিন তাঁকে দেখা গেল মধুবনী সিল্কের অফ হোয়াইট শাড়িতে । এটি সীতারমনের অষ্টম বাজেট ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মধুবনী শিল্পকলা এবং পদ্মপুরস্কারপ্রাপ্ত দুলারী দেবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে একটি মধুবনী শাড়ি পরেছেন । প্রতিবছরই নির্মলা সীতারমনের শাড়ি মানুষের মনকে আকর্ষণ করে ৷ 2024-2025 বাজেটে তিনি গোলাপি পাড়ের অফ হোয়াইট একটি শাড়ি পরেছিলেন ৷ সঙ্গে ম্যাচ করা ব্লাউজ ৷ এবার তাঁকে দেখা গেল নজরকাড়া মধুবনী শাড়িতে ৷ এই শাড়িটি তাঁকে 2021 সালে ভারতের পদ্মশ্রীপ্রাপ্ত দুলারি দেবী উপহার দিয়েছিলেন । জানা গিয়েছে, বাজেটের দিন শাড়িটি পরার জন্য তাঁকে অনুরোধ জানিয়েছিলেন ৷ মিথিলা আর্ট ইনস্টিটিউটে একটি ক্রেডিট আউটরিচ কার্যকলাপের জন্য যখন অর্থমন্ত্রী মধুবনী পরিদর্শন করেন, তখন তিনি দুলারী দেবীর সঙ্গে দেখা করেন এবং বিহারের মধুবনী শিল্পকলা নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন । তখনই দুলারী দেবী শাড়িটি উপহার দিয়েছিলেন ৷
