জ্যোতিষ পুজো

রাখি পূর্ণিমার তিথি ও শুভ যোগ, বুধ উদয় সংযোগের জেরে ‘মেষ-মিথুন-কন্যা’ রাশির জাতকদের ফিরছে সৌভাগ্যে!

২০২৫ সালের রাখি পূর্ণিমার তিথি পড়ে গিয়েছে। রাত পোহালেই ৯ অগস্ট পালিত হবে রাখি পূর্ণিমা। চলতি বছরে ৯ অগস্ট রয়েছে রাখি পূর্ণিমা। হিন্দুধর্মে অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা। ভাই ও বোনের মধ্যে বিশেষ সম্পর্কক উদযাপন করে এই বিশেষ দিনটি পালিত হয়। দেশের নানান প্রান্তে এই রাখি বন্ধন উৎসবটি পালিত হয়। এই দিনে ভাইয়ের মঙ্গল কামনায় পালিত হয় রাখি। উল্লেখ্য, ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমা পালিত হয়। চলতি বছরে এই তিথিতে রয়েছে শ্রাবণী নক্ষত্র, সর্বার্থ সিদ্ধি যোগ। এই রাখি পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করা হয়। মনে করা হয় এই দিন এমন পুজো করেল, মনের সব ইচ্ছা পূরণ হয়।

রাখি পূর্ণিমা ২০২৫র তিথি:-

চলতি বছরে রাখি পূর্ণিমা পড়ে গিয়েছে আজ ৮ অগস্ট ২০২৫এ। আজ শুক্রবার শ্রাবণ পূর্ণিমার তিথি পড়ে গিয়েছে দুপুর ১ টা ৫৫ মিনিট ২৫ সেকেন্ডে। আর তিথি শেষ হবে ৯ অগস্ট। ২০২৫ সালের ৯ অগস্ট তিথি শেষ হবে বেলা ১ টা ৩৯ মিনিট ৪৫ সেকেন্ডে।

রাখি পরানোর শুভ সময়:-

আসুন জেনে নিই রাখি বন্ধনের শুভ সময়, রাখি বাঁধার পদ্ধতি এবং মন্ত্র- শুভ যোগগুলি। এই রাখি বন্ধন, ধনিষ্ঠ নক্ষত্র, সৌভাগ্য এবং শোভন যোগের শুভ সংমিশ্রণ তৈরি হচ্ছে।

৯ আগস্ট রাখি বন্ধনের জন্য সর্বোত্তম সময় কী হবে:

পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর রাখি বাঁধার শুভ সময় হল ৯ আগস্ট শনিবার ভোর ৫:৪৭ থেকে দুপুর ১:২৪ পর্যন্ত। এই দিনে অভিজিৎ মুহুর্ত হল দুপুর ১২:০০ থেকে দুপুর ১২:৫৩ পর্যন্ত। রাখি পরানোর নিয়ম অনুসারে ভাইকে ডানহাতে পরানোর রীতি রয়েছে।

এবার রাখি পূর্ণিমায় ঘটছে বুধ উদয় সংযোগ। এর জেরে কয়েকটি রাশির জাতকজাতিকারা সৌভাগ্যের শীর্ষে উঠবেন। তাঁদের জন্য এটা গোল্ডেন টাইম হতে চলেছে!  এই সময়ে মা লক্ষ্মীর কৃপায় বেশ কয়েকটি রাশির জাতকজাতিকারা উঠবেন সৌভাগ্যের শীর্ষে। এঁদের ঘরসংসার ভরে উঠবে ধনসম্পত্তিতে। এই সময়ে কর্কট রাশিতে যাবেন বুধ। এটাই বুধের উদয়। এর জেরে অনেকেরই কপাল খুলবে।  হাতে আসবে টাকা, ধনসম্পত্তিতে ভরে উঠবে এঁদের ঘরসংসার। জেনে নিন কারা কারা।

মেষঃ রাখিপূর্ণিমার পবিত্র তিথিতে মেষের চতুর্থ ঘরে বুধের উদয় হবে। ফলে এঁদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও বৃদ্ধি পাবে। পরিবারে সকলের ভাল হবে। আপনার যে কোনও কাজে পরিবারের সঙ্গ পাবেন। পেশাক্ষেত্রে জটিলতা দূর হবে। কর্মক্ষেত্রে আপনার যাঁরা খারাপ চান, তাঁরা চেয়েও কোনও ক্ষতি করতে পারবেন না। অর্থসমস্যার থেকেও রেহাই পাবেন। শিক্ষার্থীদের পক্ষে ভালো। পরিবারে শুভ পরিবর্তন। সব মিলিয়ে রাখি পূর্ণিমার সময়ে দারুণ যাবে এঁদের সময়টা।

মিথুনঃ প্রথম ও চতুর্থ ঘরের অধিপতি বুধ রাখিপূর্ণিমায় দ্বিতীয় ঘরে উদয় হবে। সুখবর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আটকে থাকা কাজ এই সময়ে অনায়াসে মিটে যাবে। আত্মবিশ্বাস বাড়বে। উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন। লেখালিখির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম বাড়বে।আর্থিক পরিস্থিতি খুবই ভালো হবে। পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভ মিলবে।  

কন্যাঃ বুধ কন্যাতেই থাকেন। তাই কন্যারাশির জাতকেরা এই রাখি পূর্ণিমায় সৌভাগ্যের চূড়ায় উঠে বসবেন। কর্মক্ষেত্রে প্রোমোশন হবে। বেতন বাড়বে। সব দিকে মিলবে সাফল্য। কন্যা রাশির প্রথম ও দশম ঘরের অধিপতি বুধ রাখিপূর্ণিমায় একাদশ ঘরে উদয় হবে। এর ফলে সমাজে সম্মান ও প্রতিপত্তি লাভ করবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ পাবেন। জীবনে নতুন বন্ধুর সমাগম ঘটতে পারে।