দেশ

এবার হাওড়া থেকে বারাণসী বুলেট ট্রেন, ঘোষণা রেলের

দেশে ৭টি রেল করিডর দিয়ে নতুন চারটি রুটে বুলেট ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে ভারতীয় রেল ৷ সেই তালিকায় রয়েছে হাওড়া স্টেশনও ৷ রেলের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এরাজ্যের বুক চিরেও ছুটবে জাপানের মতো বুলেট ট্রেন ৷ শুক্রবার রেলের তরফে দেশে নতুন এই চারটি রুটে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে ৷ এর মাধ্যমে দেশের প্রধান ন‘টি শহরকে উচ্চগতির রেল নেটওয়ার্কের সঙ্গে যোগ করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল । সেই তালিকাতেই রয়েছে হাওড়া স্টেশনের নাম ৷ বারাণসী-পাটনা-হাওড়া, ৭৬০কিমি দীর্ঘ এই রুটে বুলেট ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল ৷ এই রেল করিডরের সম্ভাব্য স্টেশনগুলি হল বারাণসী, বক্সার, আরা, পাটনা, গয়া, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এবং হাওড়া । এই প্রকল্প বাস্তবায়িত হলে মাত্র কয়েক ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী পৌঁছে যাবেন যাত্রীরা ৷ এছাড়াও দেশের মোট সাতটি বড় শহরকে এই বুলেট ট্রেন প্রকল্পের মাধ্যমে জোড়ার সিদ্ধান্ত নিয়েছে রেল ৷ তালিকায় আছে হায়দরাবাদ-বেঙ্গালুরু (৬১৮ কিমি), নাগপুর-বারাণসী (৮৫৫ কিমি), পাটনা-গুয়াহাটি (৮৫০ কিমি) রুট ৷ এছাড়াও অমৃতসর, পাঠানকোট এবং জম্মুকে নিয়ে তৈরি ১৯০ কিমি দীর্ঘ রেল করিডরেও বুলেট ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷