ক্যানিংয়ে মিলল সন্দীপ ঘোষের বাংলোর সন্ধান। ক্যানিং ২ নম্বর ব্লকের ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর মৌজায় কয়েকশো বিঘা জমির মধ্যে দাঁড়িয়ে রয়েছে সবুজরঙা দোতলা একটি বাংলো। বাংলোর গায়ে লেখা রয়েছে ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’। লম্বা পাঁচিল দিয়ে ঘেরা সন্দীপের বাংলো। স্থানীয়দের দাবি, এই বাংলোতে একাধিকবার সন্দীপ ঘোষকে আসা যাওয়া করতে দেখা গিয়েছে। সন্দীপের স্ত্রীর নাম সঙ্গীতা ঘোষ। স্থানীয়দের বক্তব্য, স্ত্রী এবং নিজের নাম মিলিয়ে বাংলোটির নাম দিয়েছিলেন সন্দীপ। শুক্রবার সকালে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশিতে যায় ইডি। এদিন সন্দীপের একাধিক ঠিকানায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এছড়া হাওড়ার সাঁকরাইলে ভেন্ডর বিপ্লব সিংহ ও তার আরেক প্রতিবেশীর বাড়িতেও চলছে ইডি-র তল্লাশি অভিযান। সুভাষগ্রামে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরেক ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। আরজি কর কেন্দ্রিক আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ । এবার সেই সন্দীপের বিলাসবহুল বাংলো বাড়ির খোঁজ মিলল ক্যানিংয়ে। ক্যানিংয়ে কয়েক কাটা জমির উপর রয়েছে সন্দীপের সেই দোতালা বাড়ি। বাংলো সংলগ্ন এলাকায় রয়েছে কয়েকশো বিঘা জমি। সেই বাড়ির দেখভালের দায়িত্বে স্থানীয় যুবক জাকির লস্কর।