কলকাতা

বেহালার ঠাকুরপুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িকে ধাক্কা মারল বাস, আহত ১৫

সাত সকালে ফের বাস দুর্ঘটনা বেহালায়।  সোমবার সকালে কাকদ্বীপ – ডায়মন্ড রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২৩৫ নম্বর একটি বাসের পেছনে ধাক্কা মারে। এবং ২৩৫ নম্বর বাসটি আরও ৩টি গাড়িতে ধাক্কা মারে এবং অবশেষে মেট্রোর পিলারে গিয়ে ধাক্কা মেরে আটকে যায়। ২৩৫ নম্বর রুটের বাসটি তারাতলা থেকে পৈলানের দিকে যাচ্ছিল। ঠাকুরপুকুর ৩এ বাসস্ট্যান্ডের কাছে আচমকাই ওই বাসের পিছনে লাক্সারি বাসটি এসে ধাক্কা মারে। তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যাত্রীবাহী বাসটি। সামনে থাকা একটি প্রাইভেট গাড়ি ও একটি পুলিশের গাড়িকে ধাক্কা মারে, তারপর ডিভাইডারের ওপর উঠে যায়। রাস্তার ধারে একজন ফল ব্যবসায়ী ছিলেন। সেখানে একজন ব্যক্তি ফল কিনছিলেন। বাসের ধাক্কায় তাঁরা গুরুতর আহত হয়েছেন। রাস্তায় অনেকটা দূরে ছিটকে পড়েন তারা। ওই এলাকাতেই কালীপুজোর প্যান্ডেল বাঁধার কাজ চলছিল। সেখানেও বেশ কয়েকজন ছিলেন। তাঁরাও আহত হন। এখনও পর্যন্ত ১৫ জনের আহত হওয়ার খবর মিলেছে। এদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।