কলকাতা

পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে বাজারে টাস্ক ফোর্সের হানা

মূল্যবৃদ্ধি রুখতে আপসহীন মনোভাব রাজ্যের। কালীপুজো ও দীপাবলির আগে পেঁয়াজ-সহ অন্যান্য শাকসবজির দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে। স্থানীয় পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের সদস্যরা সোমবার দক্ষিণ কলকাতার লেক মার্কেট ও গড়িয়াহাট বাজারে হানা দেন। পেঁয়াজ-সহ অন্যান্য শাকসবজির দাম খতিয়ে দেখেন তাঁরা। মূল্যবৃদ্ধি নিয়ে বাজারের বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন। কথা বলেন ক্রেতাদের সঙ্গেও। খোঁজখবর নেন। বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে কঠোর শাস্তি হতে পারে বলে বিক্রেতাদের সতর্ক করা হয়েছে। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, বেআইনিভাবে বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে শাস্তি অপরিহার্য। এই ধরনের বেআইনি কাজ ধরা পড়লে বিক্রেতাদের লাইসেন্স বাতিল হতে পারে। এমনকী আইনগত ভাবেও কড়া শাস্তি হতে পারে।