জেলা

ধর্মতলা থেকে বান্দোয়ান ফেরার পথে বাস উল্টে মৃত ১, আহত ৫৪

নেত্রীর বক্তব্য শুনে ফেরা হল না বাড়ি। ধর্মতলার শহীদ দিবস থেকে ফেরার পথে পুরুলিয়ার বান্দোয়ান গামী একটি বাস খড়্গপুরের জাতীয় সড়ক ছয়ের রূপনারায়নপুর এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়াজুলিতে উল্টে যায়। বিকাশ টুডু(২৯) নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়।প্রচুর বৃষ্টির মধ্যে ধর্মতলা থেকে ফেরার পথে অতি দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের নিচে নয়নজুলিতে পড়ে যায়। এই ঘটনায় প্রায় ৫৪ জন আহত হয়েছেন ।তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক । একজনের মৃত্যু হয়েছে।আহতদেরকে উদ্ধার করে পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে ঘটনা স্থলে পৌঁছয় খড়গপুর গ্রামীন থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী। বাসটিকে উদ্ধার করা হয় । পুরুলিয়ার বান্দোয়ান ফিরছিল ওই বাসটি । বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।ঘটনার পরই আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার খবর পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আহতদের দেখতে উপস্থিত হন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় সহ পুলিশ ও প্রশাসনিক কর্তারা।জানা গিয়েছে, বাসে থাকা প্রত্যেকেই আদিবাসী ছিলেন। ইতিমধ্যেই পুরুলিয়ার বান্দয়ানের তৃণমূল নেতৃত্বদের খবর দেওয়া হয়েছে।