কলকাতা

কসবায় দুই বাস কন্ডাক্টরের বচসার জেরে খুন

কসবায় গীতাঞ্জলি স্টেডিয়ামের সামনে খুন। খুন হয়েছেন এক বাস কন্ডাক্টর। দু্ই বাস কন্ডাক্টরের বচসার জেরেই এমন কাণ্ড ঘটেছে বলে খবর। বচসার সময় এক বাস কন্ডাক্টর অন্য বাস কন্ডাক্টরের উপর ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ছুরির আঘাতের জেরে ওই বাস কন্ডাক্টরের মৃত্যু হয়। গীতাঞ্জলি স্টেডিয়াম কসবা থানার কাছেই। সেই স্টেডিয়ামের এক নম্বর গেটের কাছেই এই খুন হয়েছে। ঘটনাস্থল, অ্যাক্রোপলিস মল থেকে ঢিল ছোড়া দূরত্বে। শুক্রবার রাত ১২টার পর এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রের খবর, যিনি খুন হয়েছেন এবং যিনি খুন করেছেন বলে অভিযোগ, দু’জনেই থ্রিসি/১ রুটের দু’টি আলাদা গাড়ির কন্ডাক্টর ছিলেন। পুরনো বিবাদের জেরে এই খুন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্ত বাস কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাস কন্ডাক্টরের নাম উজ্জ্বল হালদার। অভিযুক্ত কন্ডাক্টরের নাম সেখ রিয়াজুদ্দিন। ৩সি বাই ১ রুটের একটি বাসের মধ্যে দুই কন্ডাক্টরের মধ্যে গন্ডগোল বাধে। পুরনো বিবাদ নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় আচমকা সেখ রিয়াজ্জুদ্দিন নামে ওই বাস কন্ডাক্টর আচমকা ফল কাটার ছুরি নিয়ে উজ্জ্বলের উপর হামলা চালায় বলে অভিযোগ। রিয়াজুদ্দিন ছুরি নিয়ে উজ্জ্বলের বুকে বসিয়ে দেয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন উজ্জ্বল। এরপর গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি অভিযুক্ত বাস কন্ডাক্টরের খোঁজে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। অভিযুক্ত বাস কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে ৩সি বাই ১ রুটের একটি বাস বাজেয়াপ্ত করেছে পুলিশ। শনিবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। যে ছুরি দিয়ে হামলা চালানো হয়েছিল, সেটিও বাজেয়াপ্ত করেছে কসবা থানার পুলিশ। কেন এই খুন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তদন্তকারীরা।