দেশ

হাজারিবাগে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত ৭ যাত্রী, আশঙ্কাজনক বহু

ঝাড়খণ্ডের হাজারিবাগে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ যাত্রী। আশঙ্কাজনক বহু। শনিবার ৫০ জন যাত্রী নিয়ে বাসটি গিরিডি থেকে রাঁচি যাচ্ছিল। যাত্রীরা সবাই একটি ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে সিওয়ানি নদী পার করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে বাসটি নীচে পড়ে যায়। নদীতে খুব বেশি জল ছিল না। বাসটি মাথা নীচু করে সোজা গিয়ে পড়ে নদীর পাড়ের পাথুরে মেঝেতে। এমনটাই জানিয়েছেন জেলা পুলিস সুপার মনোজ রতন ছোটে। শেষ খবর পাওয়া পর্যন্ত অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা গেলেও বেশ কয়েকজন বাসের মধ্যেই আটকে রয়েছেন। তাদের বের করে আনতে জোর কদমে উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলেই নিহত হয়েছেন ২ যাত্রী। বাকী ৫ জনকে হাজারিবাগ সদর হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। কয়েকজন যাত্রীর আঘাত গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদের রাঁচির রিমস হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটানায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ট্যুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ঝাড়খণ্ডের বাস দুর্ঘটনায় আমি শোকাহত। নিহতদের পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।