কিছুদিন আগে জলপাইগুড়ির ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয়েছে। তাই ওই বিধানসভা আসনে উপ নির্বাচন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৫ সেপ্টেম্বর সেখানে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ আগস্ট পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ আগস্ট। ৮ সেপ্টেম্বর ঘোষিত হবে ফল। গত ২৫ জুলাই প্রয়াত হন ধূপগুড়ির বিজেপি বিধায়ক। বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন তিনি। হৃদরোগ জনিত কারণে অসুস্থ বোধ করলে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। দু’দিন পর সেখানেই তাঁর মৃত্যু হয়। ধুপগুড়ি ছাড়াও দেশের পাঁচটি রাজ্যের বিধায়ক শূন্য ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে ত্রিপুরার দু’টি এবং ঝাড়খণ্ড, কেরল, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে একটি করে বিধানসভা কেন্দ্র রয়েছে বলে কমিশনের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে।