রাজ্যের করোনা সংক্রমণের হার কমতির দিকে। এই পরিস্থিতিতে রাজ্যের পাঁচটি বিধানসভায় উপ-নির্বাচন ও দু’টি বিধানসভায় নির্বাচন শেষ করার কথা ভাবচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। সুত্রের খবর, সেপ্টেম্বরের শেষ দিকে হতে পারে এই সাতটি বিধানসভা কেন্দ্রের ভোট। রাজ্যে ক্রমশ কমতির দিকে করোনা সংক্রমণের হার। এই পরিস্থিতিতে রাজ্যের বকেয়া সাতটি বিধানসভা আসনের ভোট করানোর দাবি করে আসছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের দফতর এবার উদ্যোগী হল পাঁচটি আসনের উপনির্বাচন এবং দুটি আসনে নির্বাচন সম্পন্ন করতে। সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের শেষ দিকেই হতে পারে রাজ্যের এই সাতটি আসনে ভোট। জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের (সিইও) কর্তাদের সঙ্গে কথা বলেছেন জাতীয় নির্বাচন কমিশনের সদস্যরা। কথা হয়েছে রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও। রাজ্যের করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন তাঁরা। সূত্রের খবর, আগামী ১৫ অগাষ্টের পর যে কোনও দিন নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসের শেষের দিকে ভোট হতে পারে।