কলকাতা

মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে অবশেষে সই করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

অবশেষে রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলে সই করলেন রাজ্যপাল। শনিবার ভোরে নিজেই এক্স হ্যান্ডেলে একথা জানান। তার ফলে আগামী এপ্রিল মাস থেকে বর্ধিত বেতন পেতে পারেন তাঁরা।রাজ্যপাল সি ভি আনন্দ বোস এক্স হ্যান্ডেলে লেখেন, বিধায়কের বেতন বৃদ্ধি সংক্রান্ত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যদের বেতন (সংশোধন বিল) ২০২৩ এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বেতন সংক্রান্ত পশ্চিমবঙ্গে বেতন এবং ভাতা (সংশোধন বিল) ২০২৩ বিল দুটিতে সই করেছেন। এতদিন ধরে এই বিলে সই নিয়ে টানাপোড়েন কম হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বাদল অধিবেশনে সমস্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কের বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন। বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা। তা বেড়ে হল ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীরা এতদিন মাসে ১০ হাজার ৯০০ টাকা করে পেতেন। এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। এছাড়াও, রাজ্যে যে পূর্ণমন্ত্রীরা আছেন, তাঁদের বেতন ছিল ১১ হাজার টাকা। তাঁরা বেতন বাবদ এবার থেকে ৫১ হাজার টাকা পাবেন।সরকারের বেতন কাঠামো অনুযায়ী, ভাতা এবং কমিটির বৈঠকে যোগদানের জন্য সব মিলিয়ে রাজ্যের বিধায়কেরা এতদিন মোট ৮১ হাজার টাকা পেতেন। এবার থেকে তাঁদের মোট প্রাপ্য হবে ১ লক্ষ ২১ হাজার টাকা। রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রীরা এত দিন ভাতা ইত্যাদি মিলিয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা পেতেন। এবার থেকে তাঁরা পাবেন প্রায় দেড় লক্ষ টাকা।