কিছুতেই মিলছে না সমর্থন। কখনও ভুয়ো অ্যাকাউন্ট খুলে যৌনতার হাতছানি। কখনও টাকার লোভ। একের পর এক কৌশল ব্যর্থ হচ্ছে বিজেপির আইটি সেল, বলে সূত্রের খবর। সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি ইস্যুতে একেবারে একঘরে হয়ে পড়েছে কেন্দ্রের মোদি সরকার। এবার আরও এক কৌশল খুঁজে বের করলেন তারা। বলিউডের সমর্থন চাইছে মোদি সরকার। বলিউডের অভিনেতা অভিনেত্রীদের দিয়ে প্রচার চালিয়ে মানুষের ‘মনের ভুল’ ভাঙার চেষ্টা করছে তারা। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং বিজেপির সহসভাপতি জয় পাণ্ডা বেশ কয়েকজন বলিউড তারকাকে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে রুদ্ধদ্বার বৈঠকের জন্য আহ্বান জানিয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। সংশোধিত নাগরিকত্ব আইনের সঙ্গে জড়িত ‘মিথ ও বাস্তবতা’ নিয়ে আলোচনা করার জন্য তাঁদের ডাকা হয়। মুম্বইয়ের গ্র্যান্ড হায়াতের ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, বৈঠকের বিষয় হল সংশোধিত নাগরিকত্ব আইনের সঙ্গে জড়িত ‘মিথ ও বাস্তবতা’। ওই বৈঠকের শেষে নৈশভোজের আয়োজনের কথাও বলা হয়েছে আমন্ত্রণপত্রে। নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্লকবাস্টার চিত্র পরিচালক ও এক শীর্ষস্থানীয় অভিনেত্রী জানিয়েছেন, ওই বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন, কিন্তু তিনি তাতে অংশ নিচ্ছেন না। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে স্পষ্টতই দুই ভাগে বিভক্ত ফিল্মি দুনিয়া। বহু অভিনেতা গত মাসে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় সিএএ–র বিরুদ্ধে হওয়া হিংসার পরে তাঁদের মতামত জানিয়েছেন টুইটারে। সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার ও কঙ্গনা রানৌত। অন্যদিকে অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর ও সিদ্ধার্থের মতো তারকারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন এপ্রসঙ্গে। প্রতিবাদ করেছেন রাজকুমার রাও, কঙ্কনা সেনশর্মাও। এবিষয়ে কথা বলেছেন হৃতিক রোশন, ফারহান আখতার, পরিণীতি চোপড়া, সৈফ আলি খান, শাবানা আজমিও।
ফাইল চিত্র।