দেশ

CAA Before Lok Sabha : লোকসভা ভোট ঘোষণার আগেই সিএএ বিধি কার্যকর !

লোকসভা ভোটের আগেই চালু হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন! এই নিয়ে একাধিক জল্পনা চলছিল। মঙ্গলবার এই মর্মে বড় আপডেট মিলল। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বলবৎ হতে পারে সিএএ। এমনটাই খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, লোকসভা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জারি করতে পারে সিএএ নোটিফিকেশন। এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করার আগে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। এমন জল্পনা বেশ কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে।