কলকাতা বিবিধ

কলকাতা ক্যাফেটেরিয়া কার্নিভাল!

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ কফি কার্নিভাল? হ্যাঁ ঠিকই নানা ধরনের কফি সাথে হরেক রকম মজা,ভাবা যায়! আগামী ১২ জানুয়ারি ২০২৪ কোলকাতা সাক্ষী থাকবে এক ভিন্ন ধরণের অনন্য মেজাজের রকমারি অনুষ্ঠানের। কলকাতার উপকণ্ঠে এই প্রথম অনুষ্ঠিত হবে কলকাতা ক্যাফেটেরিয়া কার্নিভাল আগামী ১২ জানুয়ারি, মোহরকুঞ্জে । ছয়টি অনস্টেজ ইভেন্ট, ছয়টি অফস্টেজ ইভেন্ট এ ছাড়াও বেশ কিছু বিয়ন্ড স্টেজ ইভেন্ট নিয়ে একদিনের এই অনুষ্ঠান। তাই কলকাতাবাসীকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন কার্নিভালের অন্যতম আয়োজক প্রলয় মজুমদার। এই অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে নতুন বছরের শুরুটাই ফিকে হবে বলে মনে করেন তিনি। একদিনের এই জমজমাট নির্ঘন্ট, যেন কলেজের বাইরে, কলেজ ফেস্ট‌। অন স্টেজ ইভেন্টের মধ্যে রয়েছে দ্বিভাষিক বিতর্ক। এই বিতর্কে অংশগ্রহণ করবেন অশোক বিশ্বনাথন, কুনাল সরকার,কৌশিক ঘোষ,সব্যসাচী চৌধুরী,চন্দ্রিল ভট্টাচার্য, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়তোষ ব্যানার্জী। এরপর প্যানেল ডিসকাশন, অংশ নেবেন বরুন চন্দ, দেবাশীষ সেন, অনুপ মতিলাল, অনিন্দ্য চ্যাটার্জি, সুগত বসু, অলকানন্দা রায়, দেবজ্যোতি সেন এবং ঋদ্ধি সেন। কাফেটেরিয়া কেন্দ্রিক কুইজ এবং কলেজ ফেস্ট কম্পিটিশনের পর মঞ্চ মাতাবে কার্নিভালের অরিজিনাল মিউজিক। থিম সং তৈরিতে লেগে পড়েছেন অনিন্দ্য, উপল বা ঋতম প্রসেনেরা। অনুষ্ঠান শেষ হবে অলকানন্দা রায়ের নির্দেশনায় ফ্যাশন শোয়ের মাধ্যমে। অফ স্টেজ ইভেন্ট চলবে মঞ্চের বাইরে সারাদিন ধরে, chiaroscuro এ সেজে উঠবে কার্নিভাল শুভময় মিত্র, কৌশিক ঘোষ, অজয় বিশ্বাস এবং শৈবাল নন্দীর নির্দেশ মতো, কার্টুন আঁকিয়েরা জোট বাঁধবেন উপল সেনগুপ্ত আর দেবাশীষ দেবকে ঘিরে, ক্রশেটে ওম বুনবেন সময়িতা চক্রবর্তী। থাকবে কলকাতা কফি ম্যান পার্থর তত্ত্বাবধানে কফি দিয়ে লাইভ ক্যানভাস পেন্টিং। গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া থাকবেন তাঁর আকাদেমির ষোলোজন দাবাড়ুকে নিয়ে। এছাড়াও আছে বিয়ন্ড স্টেজ ইভেন্ট। প্রকাশিত হবে কফি টেবিল আর টি টেবিল দুটি পুস্তিকা। প্রকাশনার দায়িত্বে দেজ পাবলিকেশন।আর এই কার্নিভালকে কেন্দ্র করে কার্নিভালের আগেই কোলকাতার বিভিন্ন দেওয়াল সেজে উঠবে কবিতার পংক্তিতে। গ্রাফিটির দায়িত্বে ঋতম সেন। আজ বিধাননগরের ক্যালকাটা ডান্স আকাডেমিতে হয়ে গেল এ বছরের কার্নিভাল কেন্দ্রিক প্রথম প্রেস মিট। উপস্থিত ছিলেন বরুণ চন্দ সুমিত রায় অনিন্দ্য চ্যাটার্জি উপল সেনগুপ্ত চন্দ্রিল ভট্টাচার্য গৌতম দে সুমন ভট্টাচার্য ঋতম সেন, পার্থ মুখার্জি চন্দ্রিমা রায় বিরোজিৎ পল এবং প্রলয় মজুমদার।

অন্যতম আয়োজক প্রলয় মজুমদার বললেন আমরা আসলে কফিপ্রেমী মানুষ তো তাই সকলেই একটু ‘ক’ এর পরিবৃত্তে থাকতে চাই, আর ‘ক’ মানে কাগজ কালি কলম কথন ও কবিতা। কবিতা ছাড়া কলকাতা চলে আমরা ভাবতেও পারি না, আর তার সাথে চাই কফি। সবাই মিলে সেজন্যেই একটা ক্যানোপির তলায় যাওয়া। কনসেপ্ট পার্টনার হিসাবে আমাদের সঙ্গে আছেন NKDA, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স আমাদের প্যাট্রন রূপে রয়েছেন। কানু বিনে গীত নেই, কফি বিনে আছে মায়া ।গভীর গহন তার এসেন্স । পারফিউমের ক্লীশে ক্যামাফ্লেজ এর থেকে বিরত নিজেই নিজের “স্বেচ্ছা সম্মোহন”!কারো ফাস্ট ফ্লাশ , কারো ফার্স্ট ক্লাস জীবন! একঘেয়ে জীবনের আরোপিত চড়াই উৎরাই থেকে একদিনের বিরতির উদ্দেশে তাই দরকার একটু চড়ুইভাতির। শুধু পাহাড়ি স্টেপ কাল্টিভেশন নয় , স্টেপ অ্যাহেড বাহারি সেরিব্রাল কাল্টিভেশন করার এক মোহ-tea প্রচেষ্টা!