কলকাতা

শুভেন্দু অধিকারীর বাড়িতে এবং বাড়ির বাইরে সিসিটিভি বসানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের

নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মর্মে সোমবার হাইকোর্ট রায় দেয় শুভেন্দু অধিকারীর বাড়িতে এবং বাড়ির বাইরে তাঁর কথা মতো জায়গা চিহ্নিত করে পুলিশকে সিসিটিভি বসাতে হবে । কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন । পুলিশ নিজের ইচ্ছামতো জায়গায় সিসিটিভি বসাতে পারবে না বলে জানান । গত ৭ জানুয়ারি মাসে নেতাইয়ে শহিদ স্মরণে হাজির থাকার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রাজ্যকে নির্দেশও দেন যাতে নেতাইয়ের শহিদ স্মরণে যাওয়ার সময় রাজ্য তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা দেয় । যদিও হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে নেতাইয়ে ঢুকতে দেয়নি পুলিশ । এরপরই আদালতে মামলা করেন শুভেন্দু অধিকারী ।