পঞ্চায়েত নির্বাচন বাতিলের জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল৷ বুধবার সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ৷ সংবিধানের মৌলিক নীতি ও বিধি মেনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারায় পঞ্চায়েত নির্বাচনকে বাতিল ঘোষণা করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে অপসারণের আর্জি জানানো হয়েছিল। সেই আবেদনও খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।