কলকাতা

শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের করা মানহানির মামলা স্থানান্তরের নির্দেশ দিল হাইকোর্ট

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মানহানির মামলা ডায়মন্ড হারবার আদালত থেকে কলকাতা সিটি সিভিল কোর্টে স্থানান্তর করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। বিধানসভা নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অপমানজনক মন্তব্য করেছিলেন বলেও অভিযোগ। এ কারণে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ডায়মন্ড হারবার নিম্ন আদালতে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবার নিম্ন আদালত থেকে মামলার স্থানান্তর চেয়ে কলকাতা হাইকোর্টে পালটা মামলা করেন শুভেন্দু অধিকারী। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী নিম্ন আদালতে মামলার শুনানির ওপর স্থগিতাদেশ আরোপ করেন ৷ তা সত্ত্বেও নিম্ন আদালতে হাইকোর্টের নির্দেশ অগ্রাহ্য করে মামলার শুনানি করা হয়েছিল বলে শুভেন্দু অধিকারীর তরফে জানানো হয়েছিল। নিম্ন আদালতের বিচারকের কাছে এ কারণে জবাবদিহিও তলব করেছিলেন বিচারপতি বিবেক চৌধুরী ৷ এদিন এ মামলার শুনানি ছিল ৷ শুনানির পর ডায়মন্ড হারবার নিম্ন আদালত থেকে কলকাতা সিটি সিভিল কোর্টে স্থানান্তর করার নির্দেশ দিলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত।