কলকাতা

মাদক মামলায় পণ্য বাজেয়াপ্ত করলে ভিডিয়োগ্রাফি বাধ্যতামূলক, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এবার থেকে মাদক মামলায় কাউকে গ্রেফতার করা হলে, কিংবা অভিযুক্তের কাছ থেকে কোনও বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত করা হলে পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে ৷ বুধবার এই মর্মেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আদালতের সাফ কথা, যদি সংশ্লিষ্ট আধিকারিক এই নির্দেশ অমান্য করেন, তাহলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে হবে ৷ এদিন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে ৷ মামলাকারীদের বক্তব্য জানার পর বেঞ্চের তরফে বলা হয়, ইদানীংকালে সমস্ত পুলিশকর্মী ও আধিকারিকের কাছেই স্মার্ট ফোন থাকে ৷ তাই মাদক মামলায় কাউকে গ্রেফতার করা হলে বা কোনও সামগ্রী বাজেয়াপ্ত করা হলে সেই প্রক্রিয়া স্মার্ট ফোনেই ভিডিয়ো রেকর্ডিং বা ভিডিয়োগ্রাফি করে রাখতে হবে পুলিশ আধিকারিকদের ৷ কোনও অবস্থাতেই এই নির্দেশ অমান্য করা চলবে না ৷ দ্রুত যাতে আদালতের এই নির্দেশ সম্পর্কে রাজ্যের সমস্ত থানাকে ওয়াকিবহাল করা হয়, তা নিশ্চিত করতে রাজ্য পুলিশের ডিজি-কে দায়িত্ব দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ তাতে বলা হয়েছে, অবিলম্বে রাজ্যের প্রত্যেক পুলিশ সুপারের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দিতে হবে ৷ আদালতের নির্দেশ সকলে মেনে চলছেন কি না, সেদিকেও পুলিশ সুপারদের নজর রাখতে হবে ৷