কলকাতা

কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। জনস্বার্থ মামলার বিষয়টি গোপন করায় অনুপ মাঝির বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। বাঁকুড়ায় বেআইনিভাবে কয়লা তোলা ও পাচারের অভিযোগ রয়েছে অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে। বাঁকুড়ার মেজিয়ায় বেআইনি কয়লাখনি নিয়ে কলকাতা হাইকোর্টে অনুপ মাঝির বিরুদ্ধে মামলা দায়ের করেন কালিদাস বন্দ্যোপাধ্যায়। এই মামলায় সিবিআই-এর তদন্তেরও দাবি জানান তিনি। আজ বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলার শুনানি চলাকালীন আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয় এই একই ধরনের জনস্বার্থ মামলা দায়ের করেছে কালিদাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মামলার বিষয়টি উল্লেখ করেননি এখানে। ফলে বিচারপতির ভত্‍সনার মুখে পড়তে হয় আবেদনকারীর আইনজীবীকে। প্রসঙ্গত, জনস্বার্থ মামলাটি এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। সিবিআই-এর পক্ষ থেকে দাবি করা হয় বাঁকুড়ার বেআইনি কয়লাখনির বিষয়ে ইতিমধ্যে তদন্ত করছে সিবিআই। এরপরই আজ মামলার শুনানি চলাকালীন বিচারপতি দেবাংশু বসাক আবেদনকারীর আইনজীবীর কাছে বিষয়টি নিয়ে জানতে চান। তবে, কোন সদুত্তর না পাওয়ায়। বিচারপতি মামলাটি খারিজ করে দেন। তবে, মামলাটি খারিজ করলেও আবেদনকারীকে পুনরায় মামলা দায়েরের লিবার্টি দেন বিচারপতি। অন্যদিকে, বাঁকুড়ায় বেআইনিভাবে কয়লা তোলার বিষয় অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে মামলা হলেও রাজ্যের তরফে কোনও রিপোর্ট জমা পড়েনি। এই মামলায় কতটা অগ্রগতি হয়েছে এই বিষয় সিবিআই-এর কাছে তা জানতে চান বিচারপতি দেবাংশু বসাক ।