জিটিএ নির্বাচনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। নির্দিষ্ট তারিখ অনুয়ায়ী ভোট এবং গণনা হবে । তবে জিএনএলএফ যে সমস্ত বিষয়গুলি আদালতে তুলেছিল, সে বিষয়ে পরবর্তী কালে মামলার শুনানি হবে । এই নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য । পাহাড়ে জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-র নির্বাচন স্থগিত রাখার দাবিতে মামলা করেছিল জিএনএলএফ । জিটিএ নির্বাচন স্থগিত রাখার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জিএনএলএফ নেতৃত্ব । হাইকোর্টে তাদের মূল বক্তব্য ছিল, ১৯৮৮ সালে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ তৈরি হয়েছিল সংবিধান অনুযায়ী । পরে রাজ্য সরকার ২০১১ সালে সংবিধান সংশোধন না করেই জিটিএ গঠন করে, যা সম্পূর্ণ বেআইনি ও অংসাবিধানিক । সেই কারণে জিটিএ নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিক হাইকোর্ট। কিন্তু রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ২৬ জুন পাহাড়ে জিটিএ নির্বাচন । ইতিমধ্যেই পোস্টাল ভোট শুরু হয়েছে । নির্বাচনী প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছে । এই পরিস্থিতিতে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না আদালত । রাজ্যের অন্যান্য স্থানীয় প্রশাসনের নির্বাচন করে বোর্ড গঠন হয়ে গেলেও দীর্ঘদিন ধরে জিটিএ-তে প্রশাসক বসানো রয়েছে । ওখানে নির্বাচন করাটা রাজ্যের দায়িত্ব। এই পরিস্থিতিতে ২৬ জুন ভোটের সমস্ত প্রক্রিয়া হয়ে গিয়েছে । আদালত যেন এতে হস্তক্ষেপ না করে । বিচারপতি মৌসুমী ভট্টাচার্য দুই পক্ষের বক্তব্য শোনার পর তাঁদের বক্তব্য লিখিত আকারে জমা নেন । এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার সিংগল বেঞ্চ ১৯ মে নির্দেশ দিয়েছিল ২৬ জুন নির্বাচন হলেও ফলাফল নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের উপর । আজ বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর নির্দেশের পর সেই বিধিনিষেধও থাকছে না । তবে গোর্খা পার্বত্য পরিষদ সংক্রান্ত বিষয় নিয়ে পরে মামলার শুনানি হবে হাইকোর্টেই ।