কলকাতা

অভিষেকের দায়ের করা মানহানির মামলায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট, ভোটের আগে স্বস্তিতে শুভেন্দু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানির মামলায় আপাতত স্বস্তিতে BJP নেতা শুভেন্দু অধিকারী। কুকথার অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে বর্ধমান আদালতে মানহানির মামলা করেছিলেন অভিষেক। এরপরই পালটা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। বুধবার সেই মামলার শুনানির পর ৩১ মার্চ পর্যন্ত নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি শিবকান্ত প্রসাদ। ভোট যত এগোচ্ছে মন্তব্য-পালটা মন্তব্যে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। বিজেপিতে যোগদানের পর থেকে জনসভা হোক কিংবা পথসভা-সর্বত্র ‘তোলাবাজ ভাইপো’ বলে সরব হয়েছিলেন শুভেন্দু। প্রথমে নাম না নিলেও পরে নাম করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ’ সম্বোধন করেন তিনি। এছাড়াও বিদেশে টাকা পাচার, টেটের নিয়োগে দুর্নীতি-অনিয়ম-সহ একাধিক বিষয় নিয়ে অভিষেককে কটাক্ষ করেন শুভেন্দু।আর শুভেন্দুর এই বক্তব্যের প্রেক্ষিতেই ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়ে শুভেন্দুকে আইনি চিঠি পাঠিয়েছিলেন অভিষেক।