কলকাতা

উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বাতিল করলো কলকাতা হাইকোর্ট, আশাহত চাকরিপ্রার্থীরা

কলকাতা হাই কোর্টে ধাক্কা রাজ্য সরকারের। আপার প্রাইমারি তথা উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কয়েকজন পরীক্ষার্থীর করা মামলার জেরে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া এদিন বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ। এদিন জানানো হয়েছে, ২০১৬-র স্কুল সার্ভিস কমিশনের যে প্রক্রিয়া চলছিল তা সম্পূর্ণ বাতিল করা হল। কমিশনকে ফের নতুন করে এই শুরু করতে হবে সমগ্র প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশনকে আগামী আট সপ্তাহের মধ্যে নতুন করে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। করোনা আবহে প্রয়োজনে ভার্চুয়ালি প্রক্রিয়া শুরু করতে পারে কমিশন। সঙ্গেল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভেশান বেঞ্চে যাবে কিনা তা এখনও জানা যায়নি। ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর উচ্চপ্রাথমিকে নিয়োগের জন্য জারি হয়েছিল বিজ্ঞপ্তি।