কলকাতা

পুলিশের বিরুদ্ধে পথে বিরোধীরা, শনিবার নাগরিক মিছিলের ডাক

মধ্যরাতে টেটের আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়ার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে রাজ্যজুড়ে আন্দোলনে শামিল হল বিভিন্ন রাজনৈতিক দল। সকাল থেকে দুপুর পর্যন্ত করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা। মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ছাত্র-যুব নেতারা রাস্তায় বসে পড়েন। তাঁদের চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে তোলে। মীনাক্ষী বলেন, পুলিশ আমাদের ভয় পেয়েছে। তার আগে বিক্ষোভ দেখাতে গিয়ে করুণাময়ী থেকে পুলিশ গ্রেফতার করে সিপিএমের রাজ্য কমিটির সদস্য পলাশ দাস-সহ কয়েকজনকে। উত্তেজিত বাম কর্মীরা বিধাননগর থানায় ঢুকে বিক্ষোভ দেখান। সেখানে তুলকালাম হয়। পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় বাম কর্মীদের বারবার ধস্তাধস্তি চলে। পুলিশের অত্যাচারের প্রতিবাদে আগামিকাল শনিবার নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে। জেলায় জেলায় শুক্রবার বিরোধীরা রাস্তায় নেমে পুলিশি ভূমিকার প্রতিবাদ জানিয়েছেন।