জল্পনা সত্যি করেই অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। ২৪ ঘণ্টার মধ্যে ডিগবাজি খেলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ গতকাল বিকেলে বর্ষীয়ান কংগ্রেস নেতা জানিয়েছিলেন, তাঁর দিল্লি আসার উদ্দেশ্য কোনও রাজনৈতিক কাজে নয় ৷ কিন্তু বুধবার সন্ধ্যায় অমিত শাহের বাসভবনে যেতে দেখা যায় অমরিন্দর সিংয়ের কনভয়কে। তিনি পৌঁছে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসবভনে ৷ ব্যক্তিগত কাজ দেখিয়ে মঙ্গলবারই দিল্লি আসেন তিনি। তারপর থেকেই শুরু হয় স্বরাষ্ট্রমন্ত্রী –ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সাক্ষাতে ফের উঠল জল্পনা। কংগ্রেসের হাইকমান্ডের নির্দেশে কিছুদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন অমরেন্দ্র সিংহ। তার কয়েক দিনের মধ্যেই তিনি দিল্লি এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন। ফলে তাঁর বিজেপি-তে যোগদানের জল্পনা আরও গতি পেয়েছে। যদিও বুধবার সন্ধ্যায় অমিতের দিল্লির বাসভবনে ঢোকার মুখে সাংবাদিকদের কোনও প্রশ্নেরই জবাব দেননি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। এখনও পর্যন্ত সূত্রের যা খবর, তাতে জানা গিয়েছে, যদি বিজেপিতে অমরিন্দর যোগ দেন, তাহলে সম্ভবত নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় তিনি জায়গা পাবেন।