এবার জুনিয়র ডাক্তারদের বেআইনি জমায়েতের দায়ে মামলা রুজু করল কলকাতা পুলিশ। সামগ্রিক পরিস্থিতির বিচারে শুক্রবার অনুমতি চেয়ে জুনিয়ার ডাক্তারদের তরফে ইমেল করা হয়। শুক্রবার সেই অনুমতি দেওয়া যাবে না বলে জানিয়ে দেয় প্রশাসন। এর প্রেক্ষিতেই শনিবার জুনিয়র ডাক্তারদের অবস্থান বেআইনি মর্মে মামলা রুজু কর পুলিশ। একইসঙ্গে ডাক্তারদের ইমেল করে ধর্মতলায় অবস্থানের বিষয়টি বিবেচনা করেও দেখতে বলে কলকাতা পুলিশ। এদিন সকালে জুনিয়র ডাক্তারদের ইমেল করে পুলিশ জানিয়েছে, জুনিয়র ডক্টর ফ্রন্টের অনির্দিষ্টকালের এই অবস্থান বিক্ষোভ এবং অনশন কর্মসূচি সাধারণ মানুষের সমস্যা তৈরি করতে পারে। এ কারণে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গা পুজোর ঠিক আগেই নির্দিষ্ট এই সময়ে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় প্রচুর মানুষ যাতায়াত করেন।